হোম > সারা দেশ > পিরোজপুর

সাংবাদিকের মায়ের হত্যায় মামলা দায়ের 

পিরোজপুর প্রতিনিধি

ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা সেতারা হালিমের হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক আমির খসরু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান। 

মামলা সূত্রে জানা যায়, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা সেতারা হালিমকে হত্যার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে পিরোজপুর সদর থানায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামির কোনো সংখ্যা না থাকলেও কয়েকজনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের করা হয়। 

এ বিষয়ে ওসি আ জ মো. মাসুদুজ্জামান বলেন, গতকাল সোমবার সকালে সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ দুপুরে কয়েকজনকে অজ্ঞাত আসামি করে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

ওসি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গতকাল সোমবার সকাল ১০টায় পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবনের মেঝে থেকে সিতারা হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সিতারা হালিম (৭৪) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ পৌরসভার সিআইপাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুর হালিম হাওলাদারের স্ত্রী।

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল