হোম > সারা দেশ > পিরোজপুর

ঈদের দিন ঘুরতে বেরিয়ে বাইক থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে আজ সোমবার ঈদুল ফিতরের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।

উপজেলার ইন্দুরকানী-চণ্ডীপুর সড়কের ফকিরবাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকায় বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মহিউদ্দিন তুহিন (২৫)। তিনি বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। তাঁর আহত স্ত্রীর নাম মিম আক্তার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মহিউদ্দিন ও তাঁর স্ত্রী মিম ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পথে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে আরোহী মহিউদ্দিন ও মিম ছিটকে নিচে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রঞ্জন অধিকারী জানান, সড়ক দুর্ঘটনার শিকার যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহিউদ্দিনের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার