হোম > সারা দেশ > পিরোজপুর

রাজধানী থেকে অপহৃত শিশু পিরোজপুর থেকে উদ্ধার 

পিরোজপুর প্রতিনিধি

রাজধানী থেকে অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‍্যাব। সে রাজধানীর সোয়ারীঘাট এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে। আজ রোববার বরিশাল র‍্যাব-৮ এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

র‍্যাবের সহকারী পরিচালক অমিত হাসান জানান, গতকাল শনিবার রাতে র‍্যাব-৮ ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়। 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মোবাইলে পূর্ব পরিচয় সূত্রে শিশুটির মা শিশুটিকে নিয়ে অপহরণকারী হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী শিশুটিকে চিপস কিনে দেওয়ার জন্য দোকানে নেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

তিনি আরও জানান, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন। 

এ ঘটনায় গত শনিবার রাতে র‍্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার