হোম > সারা দেশ > পিরোজপুর

নাজিরপুরে নৌকা ডুবে ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে নৌকা ডুবে জুলমাত শেখ (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের গিলতলা গ্রামের নতুন ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা সুজন শেখ (৩২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত সুজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩ নম্বর গোটাপাড়া ইউনিয়নের ওয়াহাব উদ্দিন শেখ ছেলে। আর আহত সুজন একই গ্রামের আনোয়ার হোসেন শেখের ছেলে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শাঁখারীকাঠী ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সোমবার সকালে আহত সুজনকে খুলনায় পাঠানো হয়েছে। গতকাল রোববার মধ্যরাতের দিকে স্থানীয় নদীতে ইট বোঝাই করে একটি নৌকা রাখা ছিলো। ওই নৌকার ভিতরে ইট ব্যবসায়ী ও তার সহযোগী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নৌকাটি ডুবে যাওয়ায় নৌকায় থাকা সুজন বের হতে পারলেও জুলমত বের হতে পারেননি। পরে ডুবে যাওয়া নৌকার মাস্তুল ভেঙ্গে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’ 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকা ডুবির খবর পেয়ে সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় নৌকার মাস্তুল ভেঙে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১