হোম > সারা দেশ > পিরোজপুর

নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ২ দিন পর লাশ উদ্ধার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মো. সোহেল (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাওয়ারা এলাকায় সন্ধ্যা নদীর তীর থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

নিহত সোহেল নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পূর্ব চামী গ্রামের মো. তোতা মিয়ার ছেলে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। এ ছাড়া তিনি মাঝেমধ্যে নদীতে মাছ শিকার করতেন। 

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে নিজ নিজ নৌকায় করে সোহেল মাছ ধরতে সন্ধ্যা নদীতে যান। এরপর থেকে যে যাঁর মতো মাছ ধরছিলেন। পরদিন বুধবার সকাল ১০টার দিকে সঙ্গীরা ছারছিনা নামক এলাকার সন্ধ্যা নদীতে সোহেলের নৌকা ভাসতে দেখেন। তাঁরা নৌকার কাছে গিয়ে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোন পেলেও তাঁকে দেখতে না পেয়ে স্বজনদের খবর দেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নাওয়ারা এলাকায় সন্ধ্যা নদীর তীরে সোহেলের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ওই রাতেই লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি