হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীর পাঙ্গাসিয়া বাজারে আগুনে পুড়েছে আট দোকান

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজারে আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদ হাসান বলেন, গতকাল শনিবার রাত ১১টার দিকে বাজারের পার্শ্ববর্তী কঁচা নদীতে মাছ ধরতে আসা জেলেরা আগুন দেখে চিৎকার করে। পরে স্থানীয় লোকজন কাউখালী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই আটটি দোকান পুড়ে যায়।

এর মধ্যে পেঁয়াজ-আলুর আড়ত, মুদি দোকান, চায়ের দোকান, গাড়ির প্লাস্টিক কারখানা, টেইলার্স এবং ব্যাটারিচালিত গাড়ি চার্জের ঘর রয়েছে। ঘটনার ১৫ ঘণ্টা পরও প্রশাসনের কেউ ঘটনাস্থল পরিদর্শন না করায় ব্যবসায়ী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

কাউখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি