হোম > সারা দেশ > পিরোজপুর

অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের ছয় মাস করে জেল হয়। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২১ মে) বিকেলে উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চরে মধুমতী ও তালেরশ্বর নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কাউখালী উপজেলার বাঁশুরিয়া গ্রামের মো. হোসাইন ফরাজী (৪০), কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের মো. সুমন শেখ (৩৯) ও নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের মো. জাবের শেখ (২৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতী ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও ফজলে রাব্বী বলেন, ‘যাঁরা বালুমহাল ইজারা নেন, তাঁদের একটি নির্দিষ্ট সীমানা বা এলাকা নির্ধারণ করা থাকে। আমাদের নাজিরপুর উপজেলার বালুমহালের বা বালু উত্তোলনের সীমানা ছিল ২৪.২১ একর। কিন্তু সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার অপরাধে আমরা এই তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি।’ নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে নাজিরপুর উপজেলার আওতাভুক্ত মধুমতী ও তালেশ্বর নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ