হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ঝাউতলা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় রাবেয়া বেগম (৬০) নামে পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ইন্দুরকানী উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত লুৎফর রহমান রাজার স্ত্রী। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে রাবেয়া বেগম পিরোজপুর থেকে বাড়ি ফেরার জন্য সদর উপজেলার ঝাউতলা নামক স্থানে অটোরিকশা থেকে নামেন। পরে তাঁর শিশু নাতিসহ রাস্তা পার হতে গেলে পাড়েরহাট থেকে আসা একটি মোটরসাইকেল রাবেয়া বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ সময় তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক তারেক আজিজ বলেন, আজ সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালে এক নারীকে আনা হয়। কিন্তু এখানে আনার আগেই মারা যান তিনি। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান মিলু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১