হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা আসামির। ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলা কারাগারের দেয়াল টপকে মো. তামিম (১৯) নামের এক হাজতি পালানোর চেষ্টা করেছেন। পরে কারা কর্তৃপক্ষ ও কারারক্ষীদের সহযোগিতায় পুনরায় তাঁকে আটক করা হয়। এ সময় একজন কারা কর্মকর্তা ও দুজন কারারক্ষী আহত হয়েছেন।

আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। আসামি তামিম জেলার সদর উপজেলার মনপুর এলাকার শেখ মজিবের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে আদালত থেকে আসামি তামিমকে কারাগারে আনা হয়। এর আগে সুধারাম মডেল থানা থেকে তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। কারাগারে আসার পর তাঁকে নতুন বন্দী হিসেবে আমদানি কক্ষে রাখা হয়েছিল। বুধবার দুপুরে ওই ওয়ার্ড থেকে কারাগারের বাউন্ডারি দেয়ালে উঠে পড়েন বন্দী তামিম। এ সময় দেয়ালের ওপর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিষয়টি টের পেয়ে কারারক্ষীরা কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে পুনরায় আটক করেন। বর্তমানে তাঁকে কারাগারে রাখা হয়েছে।

নোয়াখালী কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন বলেন, ‘তামিম মানসিকভাবে অসুস্থ। পুনরায় আটকের পর সে আমাদের জানিয়েছে, তার মায়ের স্ট্রোক হয়েছে। সে তার মাকে দেখতে বের হওয়ার চেষ্টা করেছিল। মাকে দেখে সে আবার কারাগারে চলে আসত। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬