হোম > সারা দেশ > নীলফামারী

নিখোঁজের একদিন পর ধানখেতে মিলল শিশুর গলাকাটা মরদেহ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে নিখোঁজের একদিন পর শাহরিয়ার শিহাব (১২) নামে এক শিশুর গলাকাটা মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। রোববার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের সরকারের মোড় এলাকার একটি ধানখেত ওই শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়। 

এর আগে গতকাল শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ধানখেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিহাব। 

এরপর আত্মীয়-স্বজনে বাড়িতে খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়া আজ সকালে সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা এরশাদুল। শিহাব নীলফামারী ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় টিভি মেকানিক হোসেন আলী তাঁর জমিতে পানি দেওয়ার সময় মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানোর পর পুলিশকে খবর দেওয়া হয়। 

ধানখেতে মরদেহের সন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুক্তারুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে।’ 

ওসি বলেন, ‘শিশুটির গলা কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে।’

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা