হোম > সারা দেশ > নীলফামারী

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

নীলফামারী ও দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় হৃদয় শাহ (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের রামপুরা অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

হৃদয় শাহ নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চণ্ডী গ্রামের ঘাটেরপাড়ের স্কুলশিক্ষক মোকছেদুল ইসলামের একমাত্র ছেলে। দিনাজপুর সদর থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এক বছর আগে দাম্পত্য কলহের কারণে সৃষ্ট মামলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। পারিবারিক জীবনে তাঁর এক পুত্রসন্তান রয়েছে। 

নিহতের চাচা মোতালেব হোসেন জানান, হৃদয় শাহের নানার বাড়ি পার্বতীপুরে। সেখান থেকে মোটরসাইকেলে মামাতো বোনকে নিয়ে লেভেল ক্রসিং পারাপারের সময় ওই দুর্ঘটনা ঘটে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী রহিম শেখ জানান, মোটরসাইকেল আরোহীরা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে পাশের ডোবায় পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী এক নারী আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আযম জানান, খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা-পুলিশের সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা