হোম > সারা দেশ > নীলফামারী

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল দিয়া

নীলফামারী ও খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

মোটরসাইকেলে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দিয়া মনি (১৬)। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় দিয়া। সে দিনাজপুর জেলার খানসামা উপজেলার সুবর্ণখুলী গ্রামের মাস্টার পাড়ার দুলাল হোসেনের মেয়ে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক বন্ধু সোহাগ হোসেন (১৬) গুরুতর আহত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। সোহাগ একই এলাকার আশেকুর রহমানের ছেলে। সে নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

নিহতের প্রতিবেশীরা জানান, দিয়া এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তিতে অনুমতি পেয়েছে। রোববার সকালে বিদায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েল স্টার স্কুল কর্তৃপক্ষ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার আগে সোহাগের মোটরসাইকেলে চড়ে সৈয়দপুরে বেড়াতে যায়। বাড়ি ফেরার পথে ঢেলাপীর এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় দিয়া। এ সময় গুরুতর আহত হয় মোটরসাইকেলচালক সোহাগ।

রয়েল স্টার স্কুলের পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। দিয়া মেধাবী ছাত্রী। ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসিতে সে জিপিএ-৫ পেয়েছিল। ২০২৩ সালের বছরের প্রথম দিনে স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ক্রেস্ট দেওয়া হয়। সে নীলফামারী জেলা সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছিল।’

নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। দিয়ার লাশ নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

নীলফামারীতে পুকুরে মিলল ব্যাংকের ভল্ট

হাইড্রোসেফালাসে আক্রান্ত আয়শার চিকিৎসা বন্ধ, অর্থাভাবে মানবেতর জীবন

জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়ার মৃত্যুতে দিশেহারা হালিমার পরিবার

লাভের আশায় লোকসানে আলুচাষি ও ব্যবসায়ীরা

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুরের এক কলেজের ৪৫ শিক্ষার্থী

ভূমিদস্যুদের কবল থেকে জমি উদ্ধারের দাবি

ময়দা দিয়ে তৈরি হতো ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা