হোম > সারা দেশ > নাটোর

ভোজ হলেও হয়নি বিয়ে 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

দুপুরে জুমার নামাজ শেষে বিয়েবাড়িতে ভোজন শেষ স্বজনদের। রওনা হয়েছেন বর, তখনো পৌঁছাননি, পথেই আছেন। বরযাত্রীদের খাবারও প্রস্তুত। এমন সময় পুলিশ, গ্রাম পুলিশ আর ওয়ার্ড সদস্যসহ বিয়েবাড়িতে উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। খবর পেয়ে কনে ছাড়াই ফিরে গেলেন বর, বন্ধ হলো বাল্যবিবাহ। 

এমন ঘটনাই ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নম্বর মাঝগাঁও ইউনিয়নে। আজ শুক্রবার ছিল ইউনিয়নের বাহিমালী গ্রামের দুই কিশোরীর বিয়ে।  

মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম বলেন, খবর পেয়েই আমি স্থানীয় ওয়ার্ড সদস্য আর গ্রাম পুলিশ নিয়ে প্রথমে এক কিশোরীর বাড়িতে গিয়ে হাজির হই। পরে আরেক কিশোরীর বাড়িতে যাই।  উভয় বাড়িতেই নিজেদের আত্মীয়স্বজনকে দুপুরের খাবার খাওয়ানো শেষ। এখন বরযাত্রীর অপেক্ষা। 

তিনি বলেন, উভয় পরিবারই নিজেদের ভুল বুঝতে পেরে মেয়ের বয়স আঠারোর আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দেয়। একই সঙ্গে পথে থাকা বরযাত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে খবর দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। 
 
ইউএনও মারিয়াম খাতুন বলেন, ‘ওই দুটি বাল্যবিবাহ সম্পর্কে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মহিলাবিষয়ক কর্মকর্তাকে বিয়ে বন্ধের নির্দেশ দিই। তাঁরা সেই মোতাবেক যথাযথ ব্যবস্থা নিয়েছেন।’ তিনি আরও বলেন, বড়াইগ্রামে কোনোভাবেই বাল্যবিবাহ হতে দেওয়া হবে না।

নাটোর-২: দুলুর সম্পদ ৭ কোটি ৬২ লাখ টাকা, বার্ষিক আয় প্রায় ৭১ লাখ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

শহীদ করপোরাল মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজন ও এলাকাবাসী

নাটোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শীতের পিঠায় জীবনের ভার টানছেন মা-মেয়ে

সুদান হামলা: মিশন যাত্রার ১ মাস ৮ দিনের মাথায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদের, পরিবারে মাতম

বড়াইগ্রামে মুখ থেঁতলানো ও চোখ উপড়ানো লাশ উদ্ধার

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা