নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বজলু পেদা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার বজলু পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। পরিবার নিয়ে ওই এলাকার ভাড়া বাসায় থাকতেন।
ভুক্তভোগী শিশুটির মা জানায়, তাঁর স্বামী মারা যাওয়ার পর তিনি গার্মেন্টসে চাকরি করে সংসার চালান। বজলুও একই বাসায় ভাড়া থাকেন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন তাঁর মেয়ে চিৎকার করে কাঁদছে। জানতে চাইলে মেয়ে বলে, বজলু তাকে রুমে ডেকে নিয়ে খারাপ (ধর্ষণ) কাজ করার চেষ্টা করেছে। পরে শিশুটি কান্না করলে বজলু তাকে ছেড়ে দেয়। এদিন থানায় অভিযোগ দিয়ে রাতেই বজলুকে আটক করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বজলু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতে পাঠালে জেলহাজতে পাঠান।