হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ আদালতে আওয়ামীপন্থী আইনজীবীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রাঙ্গণে এই সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি খোকন সাহার বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওসমানপন্থী আওয়ামী নেতারা। 

এর আগে, গত বছরের ৪ জানুয়ারি খোকন সাহার বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। 

এ বিক্ষোভ কর্মসূচিতে আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল বলেন, ‘আমরা ক্ষমতাসীন দলের রাজনীতি করেও প্রতিবাদে নেমেছি। এটি আমাদের জন্য এক অদ্ভুত ব্যাপার। অ্যাডভোকেট খোকন সাহা ৪০ বছর ধরে রাজনীতি করছেন। যিনি মামলা করেছেন তিনিও তো নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন।’ 
 
হাসান ফেরদৌস মেয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন। যারা আপনাকে পরামর্শ দিচ্ছে তারা আপনার ভালো চায় না। আমরা দাবি রাখব, আপনি দ্রুত মামলা প্রত্যাহার করে দলীয় ফোরামে এই বিষয়টি সুরাহা করুন।’ 

বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহসিন মিয়া, সমিতির সহ সভাপতি সুভাষ বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আমিন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক মমিনসহ আওয়ামীপন্থী আইনজীবীরা। 

উল্লেখ্য, গত বছর হিন্দু লাইভ মেটারস নামক একটি ইউটিউবে জিউস পুকুর ইস্যুতে মেয়র আইভীকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠে খোকন সাহার বিরুদ্ধে। এ নিয়ে মেয়র আইভী সাইবার আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় দুই নম্বর আসামি তিনি। প্রধান আসামি করা হয়েছে কানাডা প্রবাসী প্রদীপ দাসকে। তিনি ‘হিন্দু লাইভ মেটারস’ ইউটিউব চ্যানেলের সঞ্চালক। ফেসবুক ও ইউটিউবে মিথ্যা, মানহানিকর, উসকানিমূলক, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও সম্প্রচার করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। 

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত