হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আরিফুল ইসলাম জনি (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টায় ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জনি রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুরের দুলাল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ফতুল্লার ইসদাইর গাবতলী এলাকায় ভাড়া বাসায় থাকত। পাশাপাশি স্থানীয় কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালীন শিক্ষক তিনি। 

মামলা সূত্রে জানা যায়, ফতুল্লা সপ্তাপুর এলাকায় একটি কোচিং সেন্টার রয়েছে গ্রেপ্তারকৃত জনির। সেখানে ভুক্তভোগী ছাত্রী কোচিং ক্লাস করত। ক্লাসের মাঝে জনি তাকে প্রায়ই অনৈতিক প্রস্তাব দিত। বিষয়টি জনির স্ত্রীকে জানালে সে উল্টো ভুক্তভোগীকে দোষারোপ করে। 

এসব ঘটনায় ভুক্তভোগী কিছুদিন কোচিংয়ে যাতায়াত বন্ধ করে দিলে জনি তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেয়। পরে চলতি মাসের ১৫ তারিখ থেকে আবারও কোচিং শুরু করে ভুক্তভোগী ওই কিশোরী। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোচিং ক্লাস শেষে সবাইকে ছুটি দিয়ে তাকে থাকতে বলেন জনি। বাকি শিক্ষার্থীরা বেরিয়ে গেলে তাকে শ্লীলতাহানি করে জনি। এ সময় ডাক চিৎকার দিয়ে বেরিয়ে যায় ভুক্তভোগী তরুণী। 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত শিক্ষককে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।

৩ দিন পর সিদ্ধান্ত পাল্টে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদের

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৪ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদের ভোট না করার ঘোষণায় ক্ষুব্ধ দল

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে ছাত্রসংগঠনের বিক্ষোভ

নির্বাচন কে করবে আর করবে না—সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত