সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি জুয়েল রানাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সকালে সিদ্ধিরগঞ্জের মাজিববাগ এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান। তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্ট ছিল। আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’