হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পাইপের চাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্টের রিং পাইপের চাপায় নুপুর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুপুর ইসদাইর বস্তি এলাকার দিনমজুর মিলন হোসেনের মেয়ে। একই ঘটনায় আহত হয়েছে আয়েশা (৬) নামের আরেক শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর বস্তির সামনে নালা ও রাস্তার কাজ চলছে। কাজের জন্য মাটি খুঁড়ে সেখানে পুরোনো চার ফুটের মোটা কয়েকটি পাইপ তুলে রাখেন শ্রমিকেরা। কাজ বন্ধ থাকায় সেখানে গিয়ে খেলছিল শিশুরা। এর মধ্যে একটি শিশু পাইপের ওপরে উঠলে পাইপ গড়িয়ে নিচে নেমে আসে। সময় পাইপের নিচে চাপা পরে নুপুর। 

ঘটনার পরপরেই স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রাস্তা সংস্কারে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে পাইপ গড়িয়ে পড়ে শিশুটি নিহত হয়েছে। এটা দুঃখজনক। অবহেলায় জড়িত ঠিকাদার প্রতিষ্ঠানের বিচার হওয়া উচিত।’ 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বা তদন্তে দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। 

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

পরকীয়ার জেরে খুন হন সুমন খলিফা, স্ত্রী-প্রেমিকসহ গ্রেপ্তার ৬