হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাদক মামলায় সাত খুনের আসামি নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মী আখতারের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। 

এর আগে সকালে কড়া নিরাপত্তায় নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। পরে মামলার কার্যক্রম শেষে পুনরায় নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়। আগামী ২৩ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ‘মাদক মামলায় আজ নূর হোসেনের বিরুদ্ধে মিজানুর রহমান নামে একজনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এই মামলার অন্য আসামিরা হলেন মোস্তফা জামান চার্চিল, রিপন ওরফে ভ্যানিজ রিপন, আলী মাহমুদ, নুরুদ্দিন, শাহ জালাল বাদল, শাহ জাহান, সানাউল্লাহ, হারুন অর রশিদ ও মাসুদ।’ 

অন্যদিকে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি ফজলুর রহমান বলেন, ‘আজকের সাক্ষী মিজানুর রহমানের সাক্ষ্য এজাহারকে সমর্থন করেনি। আমরা তাঁকে জেরা করেছি।’ 

মামলার বিবরণ দিয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৯ মে নূর হোসেনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলার তদন্ত প্রতিবেদনের শুনানি শেষে আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। এই চার্জ গঠনের মধ্য দিয়ে নূর হোসেনসহ ১১ আসামির বিরুদ্ধে আরও একটি মাদক ও একটি অস্ত্র মামলার বিচারকাজ শুরু হয়েছে। 

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

সোনারগাঁয়ে অনুমতি ছাড়াই বসানো হয়েছে মেলা, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে গেছে বাল্কহেড

নারায়ণগঞ্জে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৮ ভবন খালি করার নির্দেশ

নারায়ণগঞ্জে ঘুরতে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রূপগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নারায়ণগঞ্জ শহরের সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বাসি খাবার, লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে বিস্ফোরণে শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ

চাকরির কথা বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা