হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটে নামমাত্র দামে পশুর চামড়া বিক্রি

প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে নামমাত্র দামে কোরবানি পশুর চামড়া বিক্রি হয়েছে। ফলে অনেকেই গরু ছাগলের চামড়া বিক্রি করতে গিয়ে দাম না পেয়ে হতাশা হয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল বুধবার ঈদের দিন বিকেলে উপজেলার আমইতাড়া বাজার, মঙ্গলবাড়ি বাজার, ফতেপুর, রাঙামাটি বাজারে গিয়ে দেখা গেছে, ১ লাখ টাকার গরুর চামড়া আকার ভেদে দেড় শ থেকে দু শ টাকায় বিক্রি হচ্ছে। ছাগল, ভেড়ার চামড়া মাত্র পাঁচ টাকায় বিক্রি হওয়ায় অনেকে তা রাস্তার পাশে ফেলে দিচ্ছেন।

আমইতাড়া বাজারে কোরবানি পশুর চামড়া কিনতে আশা চামড়া ব্যবসায়ী জগদীশ বলেন, বিদেশে কাঁচা চামড়ার চাহিদা অনেক কম। খুব ভালো হলে গরুর চামড়া এক শ থেকে তিন শ টাকায় কিনছি। আর ভেড়া, ছাগলের চামড়া বিশ থেকে ত্রিশ টাকায় বেচাকেনা চলছে।

অপর এক বিক্রেতা আব্দুর রহমান বলেন, সিন্ডিকেটরা গরিবের পেটে লাথি মারছে। কিন্তু তা দেখার কেউ নেই। আমরা এত চামড়া নিয়ে এখন কি করব?

বাজারে গরুর চামড়া বিক্রি করতে আসা ফারুখ বলেন, আশি হাজার টাকার গরুর চামড়া অনেক কষ্টে মাত্র দু শ টাকায় বিক্রি করেছি। অথচ কয়েক বছর আগে এ ধরনের চামড়া বাজারে চার থেকে পাঁচ হাজার টাকায় কেনাবেচা হয়েছে। চামড়া ব্যবসাও এখন সিন্ডিকেটের দখলে চলে গেছে।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার