হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটে নামমাত্র দামে পশুর চামড়া বিক্রি

প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে নামমাত্র দামে কোরবানি পশুর চামড়া বিক্রি হয়েছে। ফলে অনেকেই গরু ছাগলের চামড়া বিক্রি করতে গিয়ে দাম না পেয়ে হতাশা হয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল বুধবার ঈদের দিন বিকেলে উপজেলার আমইতাড়া বাজার, মঙ্গলবাড়ি বাজার, ফতেপুর, রাঙামাটি বাজারে গিয়ে দেখা গেছে, ১ লাখ টাকার গরুর চামড়া আকার ভেদে দেড় শ থেকে দু শ টাকায় বিক্রি হচ্ছে। ছাগল, ভেড়ার চামড়া মাত্র পাঁচ টাকায় বিক্রি হওয়ায় অনেকে তা রাস্তার পাশে ফেলে দিচ্ছেন।

আমইতাড়া বাজারে কোরবানি পশুর চামড়া কিনতে আশা চামড়া ব্যবসায়ী জগদীশ বলেন, বিদেশে কাঁচা চামড়ার চাহিদা অনেক কম। খুব ভালো হলে গরুর চামড়া এক শ থেকে তিন শ টাকায় কিনছি। আর ভেড়া, ছাগলের চামড়া বিশ থেকে ত্রিশ টাকায় বেচাকেনা চলছে।

অপর এক বিক্রেতা আব্দুর রহমান বলেন, সিন্ডিকেটরা গরিবের পেটে লাথি মারছে। কিন্তু তা দেখার কেউ নেই। আমরা এত চামড়া নিয়ে এখন কি করব?

বাজারে গরুর চামড়া বিক্রি করতে আসা ফারুখ বলেন, আশি হাজার টাকার গরুর চামড়া অনেক কষ্টে মাত্র দু শ টাকায় বিক্রি করেছি। অথচ কয়েক বছর আগে এ ধরনের চামড়া বাজারে চার থেকে পাঁচ হাজার টাকায় কেনাবেচা হয়েছে। চামড়া ব্যবসাও এখন সিন্ডিকেটের দখলে চলে গেছে।

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন