হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলায় মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার তুলশীপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম খাইরুল ইসলাম (৫০)। তিনি পিছলডাঙ্গা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বলে এবং সাপাহার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ‍ছিলেন। 

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসার তাফসীর মাহফিলের জন্য টাকা আদায় করতে তিনি মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর দুপুর ২টার দিকে খাইরুল ইসলাম পোরশা উপজেলার গাঙ্গুরিয়ার উদ্দ্যেশে রওনা দেন। তুলশীপাড়া মোড়ে এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে খাইরুল ইসলাম পাঁকা সড়কের উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সাপাহার থানার কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত ভটভটি ও মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার