হোম > সারা দেশ > নওগাঁ

আত্রাইয়ে পিলারের সঙ্গে অটোরিকশার ধাক্কা, এনজিও কর্মী নিহত 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে সড়কে থাকা পিলারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সঞ্জয় কুমার (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ তিনজন আহত হন। 

আজ শনিবার সকালে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার শিমুলিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সঞ্জয় রাজশাহীর বাঘমারা উপজেলার বলিহার গ্রামের বাসিন্দা এবং আইডিএফ এনজিও আত্রাই শাখার মাঠকর্মী। আহতেরা হলেন অটোরিকশাচালক মহাদীঘি গ্রামের বাসিন্দা মাহামুদুল হক (৫০), অটোরিকশার যাত্রী উপজেলার সিংসাড়া গ্রামের মিম আক্তার (২২) ও ফটকিয়া বাঁশবাড়িয়া গ্রামের সাইদী হোসেন (৭)। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে রাণীনগর থেকে আত্রাইয়ে আসছিল। পথে শিমুলিয়া রেলগেট এলাকায় পৌঁছালে একটি ইটভাঙা গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার নিহত হন। তিন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কানিজ মাহমুদা বলেন, আহতদের মধ্যে চালক মাহামুদুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মইনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে সঞ্জয় কুমারকে মৃত্যু অবস্থায় পেয়েছি এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ওসি জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার