হোম > সারা দেশ > নওগাঁ

ভুয়া পুলিশ ও গণঅধিকারের নেতা পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ৬

­­­নওগাঁ প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় ডিএমপি-ডিবির পোশাক, ডেমো অস্ত্র, হাতকড়াসহ চারজন ভুয়া পুলিশ এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এর আগে গত বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের জলিল চত্বর চেকপোস্টে বগুড়া থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে তল্লাশিতে চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ডিএমপি ও ডিবি পুলিশের পোশাক, দুটি হাতকড়া, দুটি শটগান ও একটি ডেমো পিস্তল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, প্রথমে তাঁরা শুটিংয়ের কাজে যাচ্ছেন বলে দাবি করলেও পরে জিজ্ঞাসাবাদে জানান, নওগাঁর মান্দা থানার গোবিন্দপুর এলাকায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে অপহরণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঢাকার সিএমএম আদালতে দায়ের করা একটি মামলার তদন্তের কথা দেখিয়ে তাঁরা এই পরিকল্পনা করেন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।

পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার ভাটারার সাবরিনা (৩৩), নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম জিন্নাত (৪৫), দ্বীন ইসলাম (৩৮) ও ঢাকার ফুল মিয়া (৪২)। অন্যদিকে একই দিন সন্ধ্যায় সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের শিমুলিয়া উত্তরপাড়া এলাকায় গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করা হয়। তাঁরা হলেন নওগাঁ শহরের মাস্টারপাড়ার মো. আরিফ (২৯) ও মাদার মোল্লা বলিরঘাটের ফরহাদ হোসেন ওরফে শোভন (২৯)।

পুলিশ সুপার জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এক নারী কর্মীর কাছ থেকে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে ১ লাখ ২৮ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই দুই যুবক। পরে ৭০ হাজার টাকায় সমঝোতার কথা বললেও টাকার বাকি অংশ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তাঁরা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত