হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় বিবদমান জমিতে থাকা একটি কুয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন নিহত জামুর আপন চাচা আবুল কাসেম মণ্ডল (৬৫) ও চাচাতো ভাই আব্দুল মতিন (৩৩)। তাদের মধ্যে আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।

গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিলের বিবদমান জমিতে থাকা একটি কুয়ায় মাছ ধরার প্রস্তুতি নেন আবুল কাসেম। এ নিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাসেমের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল কাসেম লাঠি দিয়ে জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার