হোম > সারা দেশ > নওগাঁ

পয়লা বৈশাখে নিয়ামতপুরে লাঠিখেলা দেখতে মানুষের ভিড়

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে নববর্ষ উদ্‌যাপনে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা। খেলা দেখতে শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ ভিড় জমান।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার পয়লা বৈশাখের অনুষ্ঠানে লাঠিখেলায় অংশ নিতে আসেন ৬৫ বছর বয়স্ক আব্বাস আলী। ৪০ বছর ধরে লাঠিখেলা দলের সঙ্গে রয়েছেন। উপজেলার ভাবিচা ইউনিয়নের কাঁঠাবাড়ি এলাকার বাসিন্দা তিনি। আব্বাস আলী বলেন, ‘বয়স বাড়লেও ছাড়তে পারিনি। এখনো কোথাও লাঠিখেলা হলে চলে যাই।’ 

একই দলের হবির আলী বলেন, ‘৩০ বছর ধরে এই দলের সঙ্গে রয়েছি। দল গুছিয়ে রাখাও অনেক কষ্টের।’ তবুও যত দিন শরীর চলবে এই দলের সঙ্গেই থাকতে চান তিনি। 

দলের সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, ‘১৫ বছর ধরে এই দলের সঙ্গে কাজ করে যাচ্ছি। বয়স কম হলেও পুরো দলের দায়িত্ব পালন করতে হয়। লাঠিখেলা হারিয়ে যেতে বসেছে। সরকারি উদ্যোগ নিলে হয়তো টিকে থাকবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ বলেন, ‘লাঠিখেলা ছোট থেকেই দেখে আসছি। এটা বাঙালি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এ উপজেলার দলটিকে টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়া হবে।’ 

এ ছাড়া বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপনে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত