ধামুইরহাট (নওগাঁ): ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে মিম আক্তার (৯) নামে এক শিশু আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ শুক্রবার বিকালে উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের রামরামপুর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিম পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার নওপাড়া এলাকার মৃত ফয়জুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী জানান, মাত্র একমাস বয়সে মিমের বাবা মারা যায়। এরপর থেকেই মিম তার নানা মো. মোজাম্মেল হকের বাড়িতে থাকতো। আজ দুপুরে বাড়ির পাশের জলেশ্বরী পুকুরে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিম। পুকুরপাড়ের আম বাগানে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে গাছ থেকে ঝুলে আত্মহত্যা করে সে। অনেকের ধারণা, নানীর ওপর অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।