হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় কিশোর-কিশোরীদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে পুরোনো কোর্ট চত্বর থেকে এ দৌড় শুরু হয়ে শহরের কেড়ির মোড়, মুক্তির মোড় ও জেলা পরিষদের পেছনের সড়ক হয়ে আবার সেখানে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন। দৌড় প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক কিশোর-কিশোরী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, বেসরকারি সংস্থা (এনজিও) মৌসুমীর পরিচালক (কার্যক্রম) এরফান আলী, মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমুখ।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মৌসুমীর প্রোগ্রাম কর্মকর্তা আবদুর রউফ পাভেল বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা জরুরি। খেলাধুলা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। সেই প্রয়াস থেকে সবাইকে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়। ভবিষ্যতেও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং মৌসুমী এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন