হোম > সারা দেশ > নওগাঁ

প্রিপেইড মিটার স্থগিতের দাবিতে নওগাঁয় নেসকো অফিস ঘেরাও

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অফিস ঘেরাও করেছেন এলাকাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ শেষে সংগঠনের নেতারা নেসকোর নওগাঁ কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন।

সরেজমিনে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে জড়ো হন বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির নেতা ও সাধারণ গ্রাহকেরা। পরে মিছিল নিয়ে কাঁঠালতলী মোড়ে অবস্থিত নেসকোর বিক্রয় ও বিতরণ অফিস ঘেরাও করেন তাঁরা। এ সময় নওগাঁ-সান্তাহার সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিল, বিদ্যুৎ খাতের সংস্কার এবং গ্রাহকের ভোগান্তি নিরসনের দাবি জানান।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাতের লুটপাট দীর্ঘদিন ধরেই চলছে। তিনি অভিযোগ করেন, জনগণের অর্থ লুটপাটের এই প্রক্রিয়া বন্ধ না করে গ্রাহকদের আরও হয়রানির মধ্যে ফেলা হচ্ছে।

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্যসচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে নওগাঁ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আপাতত প্রিপেইড মিটার স্থাপন স্থগিত হচ্ছে। গণশুনানির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার