হোম > সারা দেশ > নওগাঁ

রশি দিয়ে পথ আটকে দুই মোটরসাইকেল, টাকা ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথরোধ করে চার ব্যবসায়ীকে মারধর করে দুটি মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলার গোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন বলেন, ‘গতকাল রাত অনুমান ৯টা নাগাদ আমার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ি ফিরছিল। এ সময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ মোড়ে পৌঁছালে ৮-১০ জন ছিনতাইকারী রশি দিয়ে তার পথরোধ করে। এরপর মারধর করে হাত-পা, মুখ বেঁধে মোটরসাইকেল, ২৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

এ ঘটনার কিছু সময় পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে রাণীনগরে ফিরছিলেন। এ সময় একই স্থানে তাঁকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। তাঁর হাত-পা, মুখ বেঁধে একটি মোটরসাইকেল, ৫ হাজার ৬০০ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এ ছাড়া একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকে মারধর করে বেঁধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন মেম্বার শাহাজান আলী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এবং ছিনতাই হওয়া মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত