হোম > সারা দেশ > নওগাঁ

বিস্ফোরক মামলায় নওগাঁয় বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ এর অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নওগাঁর জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই তাঁদের করাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে। 

এর আগে আদালতে ওই নয়জন উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। তবে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া নেতা-কর্মীরা হলেন বিএনপি নেতা ফজলে হুদা বাবুল, জাকির হোসেন চৌধুরী, আব্দুল হাদি চৌধুরী ও শাহিন হোসেন, ওমর ফারুক, বিদ্যুৎ হোসেন, আনোয়ার হোসেন, রুস্তম আলী ও দুলাল মোহরী। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় বদলগাছী উপজেলা সদরে আওয়ামী লীগের শোক র‍্যালিতে ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হোসেন বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা করেন। ওই দিন রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট