হোম > সারা দেশ > নওগাঁ

মা-বাবার স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

নওগাঁ ও মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করে মা-বাবার ইচ্ছে ও স্বপ্ন পূরণ করলেন আবু আহম্মেদ আশরাফ সবুজ নামের এক যুবক। গতকাল শনিবার হেলিকপ্টারে চড়ে উপজেলার মেরুল্যা গ্রাম থেকে গিয়ে পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে বিয়ে সম্পন্ন করেন তিনি।

বর আবু আহম্মেদ আশরাফ সবুজ মান্দা উপজেলার মেরুল্যা গ্রামের আনিসুর রহমানের ছেলে এবং কনে মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের তমিজ উদ্দিনের কলেজপড়ুয়া মেয়ে তাসলিমা আক্তার তমা।

জানা গেছে, মধ্যবিত্ত কৃষক পরিবারে সবুজের জন্ম। কিন্তু তাঁর মা-বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন। আর সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়েই বিয়ে সম্পন্ন করেন সবুজ। তাও আবার মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে।

এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়েকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার দেখতে বর ও কনের বাড়িতে হাজারো মানুষের ছিল উপচেপড়া ভিড়। এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজনে খুশি বর-কনের স্বজন ও প্রতিবেশীরা।

বর সবুজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ ও এমবিএ শেষ করে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পান। বর্তমানে তিনি সেই কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে ময়মনসিংহ জেলায় কর্মরত আছেন। অন্যদিকে, কনে তাসলিমা আক্তার তমা মান্দা মমিন শাহানা সরকারি কলেজের শিক্ষার্থী।

বর সবুজ মিয়া বলেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবা-মা আমাকে হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার কথা বলে আসছিলেন। সেই ইচ্ছে পূরণের জন্য আমিও কথা দিয়েছিলাম। কথামতো শ্বশুরবাড়িতে হেলিকপ্টারে চড়ে হাজির হই।’

সবুজ মিয়া আরও বলেন, ‘কিছু টাকা খরচ হলেও মা-বাবার ইচ্ছে পূরণ করতে পেরে আমি খুব খুশি।’

কনে তমা বলেন, ‘আমার বাড়ি থেকে ছেলের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। অল্প দূরত্ব হওয়ায় বিয়ে সম্পন্ন হওয়ার পর আকাশপথে একটু ঘুরে শ্বশুরবাড়িতে এসে আমরা নামি। এটি আমার জীবনের অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

বরের বন্ধু তৌহিদুল ইসলাম বাদল বলেন, ‘হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা আমাদের এলাকায় এটিই প্রথম। আমার জানামতে, এ এলাকায় হেলিকপ্টারে চড়ে এর আগে আর কারও বিয়ে হয়নি।’

বরের বাবা আনিসুর রহমানের বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে দেব। সেই ইচ্ছে পূরণ করতেই ভাড়া করা হেলিকপ্টার নিয়ে ছেলের বিয়ের আয়োজন করা হয়।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘একটি বিয়ের জন্য মান্দা এস.সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে হেলিকপ্টার ল্যান্ড করা হবে, এমন একটি আবেদন আমরা পেয়েছিলাম। সেই মোতাবেক আমরা পদক্ষেপ গ্রহণ করি।’

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার