হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটে কিশোরী অপহরণের মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

নওগাঁ ও ধামইরহাট প্রতিনিধি

ঢাকার খিলগাঁও থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণের মামলায় নওগাঁয় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে জেলার ধামইরহাট উপজেলার আমাইতারা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন ধামইরহাট উপজেলার রসপুর কুর্সামারী গ্রামের বাসিন্দা আবু বক্কর ছিদ্দিক (৫০) ও তাঁর ছেলে নাঈম হাসান (২৩)। আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. শেখ সাদিক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুরের শিবচরের বাসিন্দা ওই কিশোরী পরিবারসহ ঢাকার খিলগাঁওয়ে থাকত। ১০ নভেম্বর দুপুরে বের হয়ে কিশোরী আর বাসায় ফেরেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে জানা যায় ওই দিন বিকেলে আসামি নাঈম হাসান তাকে ফুঁসলিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে গেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা খিলগাঁও থানায় অপহরণের মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের ওই কর্মকর্তা জানান।

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন