হোম > সারা দেশ > নওগাঁ

ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, নগদ লেনদেনের প্রমাণ

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালায় দুদক। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, সংগ্রহ, ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে হয়রানির অভিযোগে নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুপুরে দুদকের একটি দল এই অভিযান চালায়। অভিযানের সময় নগদ অর্থ লেনদেনের প্রমাণ মেলে বলে জানানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা। তিনি বলেন, সেবাপ্রত্যাশীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর প্রথমে ছদ্মবেশে অফিসে প্রবেশ করা হয়। তখন প্রত্যেক সেবাপ্রত্যাশীর কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছিল।

তিনি আরও জানান, এই অফিসে সরাসরি নগদ টাকা লেনদেনের সুযোগ নেই। কিন্তু দেখা গেছে, প্রত্যেক সেবাপ্রত্যাশীর কাছ থেকে অতিরিক্ত চার্জ হিসেবে ১০০ টাকা নেওয়া হচ্ছে।

পরে জেলা নির্বাচন কর্মকর্তাকে ডেকে সরেজমিনে এসব অনিয়ম দেখানো হয়। এরপর কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করা হবে।

তবে নগদ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব। তিনি জানান, নির্বাচন অফিসে সরাসরি নগদ লেনদেনের কোনো সুযোগ নেই। এনআইডি সংশোধনের নির্ধারিত ফি অনলাইন ব্যাংকিং বা চালানের মাধ্যমে জমা দিতে হয়।

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস

আত্রাইয়ে বৃদ্ধকে খাদে ফেলে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে মারধর করে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৩০৭ কমিউনিটি ক্লিনিকের বেশির ভাগই জরাজীর্ণ

নওগাঁয় ট্রাকচাপায় সেনাসদস্য নিহত

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান আটক

বালুডাঙ্গা বাস টার্মিনাল: সড়ক প্রশস্তকরণেও মিলছে না সুফল

মনোনয়ন ঘিরে অস্থিরতা: নওগাঁয় বিএনপিতে অসন্তোষ