হোম > সারা দেশ > নওগাঁ

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না ফাতেমার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটো চার্জার ভ্যানের চাপায় ছয় বছরের শিক্ষার্থী ফাতেমা খাতুন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জাতআমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি উপজেলার জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে এবং আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) সাম মোহাম্মদ বলেন, শিশুটি তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জামআমরুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টিনবোঝাই একটি অটো চার্জার ভ্যান শিশুটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ভ্যানটি জব্দ করে ইউনিয়ন পরিষদের রেখেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হাপি বলেন, ভ্যানে চাপা পড়ে শিশুটির মাথা ও মুখে ক্ষত হয়েছে। ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার