হোম > সারা দেশ > নওগাঁ

শোকর‍্যালিতে এসে অসুস্থ হয়ে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীর শোকর‍্যালিতে এসে অসুস্থ হয়ে আওয়ামী লীগের কর্মী আব্দুল মজিদের (৬২) মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে শোকর‍্যালিতে এসে আব্দুল মজিদ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছিলেন। 

আব্দুল মজিদ উপজেলার আড়ানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছহিরউদ্দীনের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন শোকর‍্যালিতে এসে আওয়ামী লীগের কর্মী অসুস্থ হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

দেলদার হোসেন বলেন, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। নেতা-কর্মীদের সঙ্গে চা খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন