হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় পৃথক ২ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম নামে এক পথচারী নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম (৫৫) উপজেলার গণেশপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে। আহত ব্যক্তিরা হলেন একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ভ্যানচালক আব্দুল মান্নানের ছেলে আকাশ (১৯) এবং ফল বিক্রেতা নেকবর আলীর ছেলে মানিক (২২)।

অন্যদিকে উপজেলার প্রসাদপুর-জোতবাজার রাস্তায় বুড়িদহ শ্মশান ঘাঁটি এলাকায় গ্রামীণফোনের একটি পিকআপের ধাক্কায় উপজেলা প্রকৌশল দপ্তরের কার্যসহকারী হাবিবুর রহমান (৪০) আহত হন।

পৃথক দুর্ঘটনায় আহত হাবিবুর রহমান ও আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে আমেনা বেগম মাঠে ছাগল রেখে নীলকুঠি মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সতীহাট থেকে ফেরিঘাটগামী একটি মোটরসাইকেল বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে পথচারী আমেনা বেগমকে ধাক্কা দেয়।

এতে তিনি রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা বালুবাহী ট্রাক্টরটি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত আমেনাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। 

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

নওগাঁয় তাপমাত্রা নেমে ১২.১ ডিগ্রি সেলসিয়াস