হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার তাতারপুর সরকারপাড়া গ্রামের প্রণয় সরকারের ছেলে পিনাকি সরকার (৩৫) ও দরিয়াপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৪৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মান্দা ফেরিঘাটের দিক থেকে আসা দ্রুতগতির একটি স্টিয়ারিং ভটভটির সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী পিনাকি ও শরিফুল মারা যান। 

নিহত পিনাকি সরকারের ভাতিজা পিন্টু সরকার জানান, তাঁর কাকা পিনাকি সরকার সকালে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। বেলা ১১টার দিকে তাঁর মৃত্যুর সংবাদ জানা যায়। তবে কী কারণে তিনি ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি। 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট