হোম > সারা দেশ > নওগাঁ

মাছের দরদাম নিয়ে বাগ্‌বিতণ্ডা, গাছের ডালের আঘাতে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে মাছের দরদাম করাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে গাছের ডালের আঘাতে শামছুল হক (৫৫) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাকরাইল বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শামছুল হক উপজেলার চাকরাইল বাসিন্দা। এ ঘটনায় নিহত শামসুল হকের বড় মেয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। 

এলাকাবাসী ও পুলিশ বলছে, শনিবার সকালে উপজেলার চাকরাইল বটতলা বাজারে মাছের দরদাম করাকে কেন্দ্র করে ওই এলাকার শিপন হোসেন (৪২) নামের এক ব্যক্তির সঙ্গে শামছুল হকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিপন হোসেন শজনে গাছের ডাল দিয়ে শামছুলকে আঘাত করে। এ সময় সড়কের পাশের সাইকেলের ওপর পড়ে শামসুল হকের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামছুলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিপন পলাতক রয়েছেন। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত শিপন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’ 

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত