হোম > সারা দেশ > নওগাঁ

খালের মাটি ফেলে বোরো ধান নষ্টের অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে খাল খননের মাটি বোরো ধানের জমিতে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী কৃষকেরা জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরাবর লিখত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগের বিষয়ে আজ শুক্রবার বিকেলে মো. সাইদুল ইসলাম বলেন, মঙ্গল খালের দুই পাশে তাঁদের নিজস্ব ও বর্গা জমিতে ইরি, বোরো ধান রোপণ করা হয়েছে। মাঠ ভর্তি বোরো ধান পেকে যাওয়ায় আর কদিন বাদে সেই ধানগুলো কাটা হতো। কিন্তু এর আগেই মাটি ফেলে ধানগুলো নষ্ট করা হয়েছে। 

সাইদুল ইসলাম বলেন, মঙ্গলখাল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার না জানিয়ে খালের দুপাশে মাটি ফেলতে শুরু করে। এতে করে তিনিসহ খালের আশপাশের কৃষকদের শত শত মণ বোরো ধান নষ্ট হওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে ভুক্তভোগী কৃষকেরা বোরো মৌসুমে মঙ্গলখাল খনন কাজ বন্ধ চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। না হলে ওই এলাকার কৃষকেরা পরিবার নিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনাহারে পথে বসবেন। 

মঙ্গলখাল প্রজেক্টের সভাপতি আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম বলেন, ‘মাটি ফেলার বিষয়ে সব কৃষকদের বলা সম্ভব নয়। তবে মঙ্গলখাল খননের কারণে যদি কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাঁদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। তবে বিষয়টি দ্রুত দেখা হবে বলে আশ্বস্ত করেন।

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা