হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ধর্ষণের পর শিশুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় এক শিশু খুনের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িত জুয়েল রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ বলছে, শিশুটিকে কৌশলে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করা হয়। এরপর ঘটনাটি প্রকাশিত হওয়ার ভয়ে শ্বাসরোধে তাকে হত্যা করে বখাটে জুয়েল রানা (১৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুনের বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার জুয়েল রানা উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীরামপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। ঘটনায় শিশুটির বাবার করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ভুক্তভোগী শিশুর সহপাঠীরা জানায়, গতকাল শনিবার বিকেলে তারা ওই শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। পরে তারা বাড়ি চলে গেলে ভুক্তভোগী ওই শিশু একাই সেখানে থেকে যায়। এর পর থেকে ওই শিশুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানায় শিশুরা। 

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘প্রতিবেশীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। মিলাদের আয়োজনে ব্যস্ত ছিলেন গ্রামের লোকজন। অনুষ্ঠানে আশপাশের শিশুরাও ছোটাছুটি করছিল। আমার মেয়েও তাদের সঙ্গে ছিল। এ জন্য তাকে চোখে চোখে রাখার তেমন প্রয়োজন মনে করিনি। সামান্য অবহেলায় নাড়িছেঁড়া ধনকে আজ হারাতে হলো। আমি জুয়েলের ফাঁসি চাই।’ 

স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ বলেন, ‘শনিবার বিকেল ৪টার পর হঠাৎ করেই শিশুটি নিখোঁজ হয়। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। ইফতারের সময় প্রতিবেশীর বাড়ির অদূরে একটি বাঁশঝাড়ে শিশুর মরদেহ পাওয়া যায়।’ 

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘সন্দেহের সূত্র ধরে জুয়েল রানাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর হত্যার বিষয়টি স্বীকার করে সে। পরে তার দেওয়া তথ্যমতে খুনের বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।’

নওগাঁয় বৈষম্যবিরোধী আন্দোলন কমিটি থেকে ১০ জনের একসঙ্গে পদত্যাগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন