হোম > সারা দেশ > নওগাঁ

প্রকাশ্যে ঠিকাদারকে কুপিয়ে জখম, যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের বালুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মোশাররফ হোসেন শান্ত (৩২)। তিনি নওগাঁ শহরের চকগোবিন্দ এলাকার আক্কাস আলীর ছেলে। 

এর আগে রোববার রাত ১০টার দিকে বালুডাঙ্গা এলাকায় প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাজ্জাদ হোসেন (৩৫) নামের পল্লী বিদ্যুতের এক ঠিকাদারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে শান্ত ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। 

এদিকে রোববার রাতেই শান্তর প্রকাশ্য অস্ত্রের মহড়াসহ ঠিকাদারকে কুপিয়ে জখমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে শান্ত ও তাঁর ১০-১২ জন সহযোগী দেশীয় অস্ত্র (হাঁসুয়া) হাতে নিয়ে এসে ঠিকাদার সাজ্জাদের শরীরে এলোপাথারী আঘাত করছে। ওই মুহুর্তে গুরুত্বর জখম বাবাকে বাঁচাতে ছুটে যান সাজ্জাদের ছেলে হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়কেও মারপিট করে অভিযুক্তরা। ঘটনাটি ঘটে শহরের বালুডাঙ্গা এলাকায় প্রধান সড়কের পাশে শত শত মানুষের উপস্থিতিতেই। 

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বাসস্টান্ডে এক মুদিখানার দোকানীকে মারপিট করেন শান্ত ও তাঁর অনুসারীরা। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সাজ্জাদ। সেসময় সাজ্জাদের উপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে তাঁরা শুরু করে অস্ত্রের মহড়া। হামলা করা হয় সাজ্জাদ ও তাঁর ছেলের উপর। 

ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, রাতে বাড়ি ফেরার পথে ছেলেকে সঙ্গে নিয়ে বাসস্টান্ডে দাঁড়ায়। এরপর শান্ত’র অন্যায়ের প্রতিবাদ করলে সে আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে অস্ত্র দিয়ে জখম করা হয়। আমার ছেলেকেও মারপিট করেছে তাঁরা। এই ঘটনার বিচার চাই। 

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ঘটনায় শান্তকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী। দুপুরে প্রধান অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত