হোম > সারা দেশ > নওগাঁ

গরু চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সিঁধ কেটে বিভিন্ন বাড়ি থেকে গরু চুরির ঘটনায় চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও সিঁধ কাটার সুঁচালো লোহার কাঠি জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মহাদেবপুর থানা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ধামইরহাটের দেবীপুর গ্রামের গোলাপ হোসেন (২৬), সাপাহারের আমডাঙ্গার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৩০), আমডাঙ্গা গ্রামের বাসিন্দা পিকআপের ড্রাইভার নিরেন চন্দ্র (৫০) ও পোরশার ইটখোলা দীঘিপাড়া গ্রামের তারিফ হোসেন (৩৫)। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার খাজুর গ্রামের ইসরাইল হোসেনের বাড়ির প্রাচীরে সিঁধ কেটে তিনটি গরু চুরি করে ওই চক্র। এ সময় পাশের গ্রাম দেবীপুরে গরুগুলো পিকআপে তোলার সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চার জনকে আটক করে। এরপর গরুর মালিক ইসরাইল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় বাকি চার আসামিকে গ্রেপ্তার করা হয়। 

মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা চোর চক্রের সদস্য। গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার