হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় নদীতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নব দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আত্রাই নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মরদেহ উদ্ধার হওয়া দম্পতির নাম পারভেজ হোসেন (২২) ও তাঁর স্ত্রী মিনি আকতার (১৮)। তাঁদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরোনো জেলখানা এলাকায়। 

স্থানীয় ও স্বজনরা জানান, গত শনিবার মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পারভেজ হোসেন তাঁর স্ত্রী মিনি আক্তারকে নিয়ে খালার বাড়িতে বেড়াতে আসেন। তাঁরা দুজন নবদম্পতি। দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। নিহত গৃহবধূ মিনি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। 

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গতকাল রোববার দুপুরে তাঁরা দুজন রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা চেষ্টা করেও তাঁদের উদ্ধার করতে ব্যর্থ হন। 

তিনি আরও জানান, মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনে কোনো ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলকে খবর দিলে রোববার বিকেল ৫টা থেকে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ চলার পর অন্ধকার হওয়ায় রাত ৮টার দিকে উদ্ধার কাজ বন্ধ করে দেন। আজ সোমবার সকালে আবারও ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদী থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে ডুবুরি দল। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। 

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার