নওগাঁর সাপাহারে ট্রাক্টরের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাপাহার-নির্মইল সড়কের চৌধুরীপাড়ার তেঁতুলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম অনিল রবিদাশ (৩৫)। তিনি উপজেলার গোবিন্দবাটি মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে সাইকেলযোগে বাজার করার উদ্দেশ্যে উপজেলার সদরে আসছিলেন অনিল। পথে চৌধুরীপাড়া তেঁতুলতলা বাজারে পৌঁছালে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অনিল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক্টরচালককে আটক করা হয়েছে।