হোম > সারা দেশ > নওগাঁ

মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে নছিমন উল্টে স্বামী-স্ত্রী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। 

নিহতরা হলেন দক্ষিণ লালপুর গ্রামের খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তাঁর স্ত্রী আরবী বেগম (৪৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত এক আত্মীয়কে দেখতে বৃহস্পতিবার সকালে নওগাঁয় যেতে নছিমনে চেপে আজিমনগর স্টেশনের দিকে রওনা দেন তাঁরা। পৌনে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। স্থানীয়রা আরবী বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়েছে। 

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, নিহতরা নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে আজিমনগর স্টেশনের উদ্দেশে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি (নছিমন) উল্টে তাঁদের মৃত্যু হয়। ওই গাড়িতে তাঁরা দুজনই যাত্রী ছিলেন।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নছিমনচালক পালিয়ে গেছেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

রানীনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সড়ক সংস্কারে অনিয়ম: ইউএনওর বদলির রাতে কাজ, ঠিকাদার বিএনপির নেতা

মাঠ দখল করে শিল্পমেলা, ২ স্কুলের পরীক্ষা বিঘ্নিত

বিএনপি নেতার গুদামে মিলল অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার