হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় পাচারকারী চক্রের দুই সদস্যের বাড়ি থেকে কষ্টি পাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে নওগাঁ বিজিবি-১৬ এর একটি দল। 

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পাচারকারী চক্রের সদস্যরা। পলাতকেরা হলেন, মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামের ইব্রাহীম হোসেন ও আব্দুল কাদের। 

অভিযানের নেতৃত্ব দেন নওগাঁ বিজিবি-১৬ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি ও মান্দার সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি। এ সময় মান্দা থানার উপপরিদর্শক ফজলে এলাহী তাঁদের সঙ্গে ছিলেন। উদ্ধার হওয়া মূর্তি দুটির ওজন ১৬৬ কেজি বলে জানিয়েছে বিজিবি। 

বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদে বিজিবি জানতে পারে কষ্টি পাথরের দুটি মূর্তি পাচারের উদ্দেশ্যে ইব্রাহীম হোসেন ও আব্দুল কাদেরের বাড়িতে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে ইব্রাহীম হোসেনের রান্নাঘর থেকে ১১০ কেজি ও কাদেরের বাড়ি থেকে ৫৬ কেজি ওজনের কষ্টি পাথরের দুটি কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। অভিযানের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 
উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক মূল্য এক কোটি ৬৬ লাখ টাকা। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মূর্তি উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা করেনি বিজিবি। 

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

তালগাছ ন্যাড়া করে দেওয়ায় ক্ষুব্ধ নওগাঁবাসী

নওগাঁর আত্রাই: শুঁটকি উৎপাদন কমেছে দেশি মাছের সংকটে

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা