হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ মো. মাসুদ করিম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট র‍্যাব অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব বলছে, মাসুদ একজন মাদক কারবারি। তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে মাদক কারবার ও স্থানীয় লোকজনের ওপর আধিপত্য বিস্তার করতেন। মাসুদ করিমের বাড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকায়।

জয়পুরহাট র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান বলেন, মাসুদ করিম মোল্লাপাড়া এলাকার মাদক কারবারি। এ ছাড়া অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করতেন মাসুদ।

মোস্তফা জামান আরও বলেন, র‍্যাবের একটি অপারেশন দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্নীতলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইনসহ মো. মাসুদ করিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান তিনি।

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট