হোম > সারা দেশ > নওগাঁ

সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বুধবার সকালে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভীমপুর খামারবাড়ি এলাকায় রাস্তার পাশে ওই ব্যক্তির মরদেহ দেখতে পান পথচারীরা। পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওই ব্যক্তির বয়স ৩৫ বলে পুলিশের ধারণা। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এরপর প্রথমে নিহতের মরদেহ থানা হেফাজতে নেওয়া হলেও দুপুরে মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলের আশপাশে কোন বাড়ি-ঘর না থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ। তবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তায় কোন যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে। এটি দুর্ঘটনা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের প্রতিবেদনের পরই নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও বলেন, বিকেল পর্যন্ত নিহতের নাম ও পারিবারিক পরিচয় জানা যায়নি। থানায় অপমৃত্যুর মামলার হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। 

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট