হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ শহরে যানজট নিরসন ও সড়ক সংস্কারের দাবি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরকে যানজটমুক্ত করা, সড়ক সংস্কার এবং শহরের ভেতরে অবৈধ তিন চাকার বাহন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা ব্যবসায়ী পরিষদ। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু বলেন, শহরের ভেতরে পুরাতন সোনালী ব্যাংক রোড, সুপারিপট্টি, কাপড়পট্টি, তুলাপট্টি, ইসলামপুর রোডসহ বেশ কিছু রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বছরের পর বছর একই অবস্থা যেন নওগাঁবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট মহলের উদাসীনতায় রীতিমতো শহরবাসী হতবাক।

এ ছাড়া শহরের ভেতরে ব্যাটারিচালিত রিকশাভ্যান যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে সকাল থেকে রাত পর্যন্ত শহরে যানজট লেগে থাকে। এতে সাধারণ পথচারীদের যেমন ঝামেলায় পড়তে বাধ্য হচ্ছে, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। কিন্তু এসব বিষয়ে প্রশাসনের তেমন নজর নেই। সংবাদ সম্মেলনে এসব সমাধানের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়। 

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

ভারতীয় মহিষসহ চার যুবক গ্রেপ্তার

শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

নওগাঁ-৫: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

নওগাঁর মান্দা: দায়সারা কাজে কাবিখার চার প্রকল্পে লুট