নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপান অবস্থায় উদ্ধার করা বিএসএফ সদস্য দিলিপ কুমারকে (৪০) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের হাতে তাঁকে হস্তান্তর করা হয়।
এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য দিলিপ কুমার ইউনিফর্ম পরা অবস্থায় মদপান করে মাতাল হয়ে ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসীরা তাঁকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে বিজিবি সদস্যরা তাঁকে হেফাজতে নেয়।
রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে পত্নীতলা ১৪-বিজিবির লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। তারপর স্থানীয় গ্রামবাসীরা তাঁকে ঘিরে ফেলে। পরে তাঁরা আমাদের খবর দিলে তাঁকে উদ্ধার করে আমাদের হেফাজতে নেওয়া হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রোববার দুপুরে কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়নের পর্যায়ে পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৩৭ বিএসএফের কমান্ড্যান্ট কর্নেল শ্রী বাজরাজ ইয়াদাত। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিএসএফ সদস্য দিলিপ কুমারকে ১৩৭ বিএসএফ কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়।